নিজস্ব সংবাদদাতা : পাঁচশো ছাড়িয়ে ছয়শোর দিকে এগোচ্ছে হাওড়াতে করোনা আক্রান্তের সংখ্যা, প্রশাসনের তরফ থেকে রেড জোন হিসাবে অনেক আগেই ঘোষিত হয়েছে এই জেলা। এবার এক নতুন করে উদ্বেগের কারণ হলো গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত কন্টেনমেন্ট এবং বাফার জোনের তালিকা। গতকাল যে তালিকা প্রকাশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পুরো হাওড়া জেলায় মোট ১০৬ টি জায়গা চিহ্নিত করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, যা গত ১৫ই মে তে ছিল ৯৯ টি।
তালিকা অনুযায়ী গ্রামীণ হাওড়ার শ্যামপুরের শ্রীখোলা-কমলপুর, উদয়নারায়ণপুরের খিলা, উলুবেড়িয়া ব্লক-২ এর খলিসানি পশ্চিম পাড়া ও TK-১ এর কাঁটাবেড়িয়া সহ উলুবেড়িয়া পৌরসভার অন্তর্ভুক্ত ২৭ ও ৩২ নম্বর ওয়ার্ড চত্বরকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। এছাড়া তালিকা অনুযায়ী মোট কন্টেনমেন্ট জোন ১০৬ টির মধ্যে, সদর হাওড়ার ১০০ টি স্থানকে কন্টেনমেন্ট এবং বাফার জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।