হাওড়ায় বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের উৎসাহিত করতে ময়দানে পুতুল, মন্টুরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

পৃথ্বীশরাজ কুন্তী : ভোটদান সকল নাগরিকের অধিকার হলেও অনেকেই বিভিন্ন কারণে ভোটদান থেকে বিরত থাকেন। এবার বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিল হাওড়া জেলা প্রশাসন। জেলার বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে আইকন হিসাবে পুতুল মাইতি, মন্টু মন্ডলদের ময়দানে নামাল প্রশাসন।

উল্লেখ্য, মন্টু ও পুতুল দু’জনেই ছোটোবেলায় পোলিও রোগে নিজেদের পা হারান। পরবর্তী সময়ে দু’জনেই উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারে বিশেষ চাহিদাসম্পন্ন আবাসিকদের প্রশিক্ষক হিসাবে নিজেদেরকে নিয়োজিত করেন। এবার ভোটদানের প্রচারে তাদেরকেই বেছে নিল কমিশন। দুই আইকন পুতুল মাইতি, মন্টু মন্ডল জানান,”হাওড়া জেলায় বহু বিশেষ চাহিদাসম্পন্ন ভোটার রয়েছেন। অনেকেই বিভিন্ন কারণে ভোট দেন না।

কিন্তু, নির্বাচন কমিশনের তরফে এবার সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে ব্যালটে ভোটগ্রহণের বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি, যদি কেউ বুথে এসে ভোটদানে ইচ্ছুক হন তার জন্য র‍্যাম্প ও অন্যান্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত বিষয়ই আমরা মূলত তুলে ধরছি।” সচেতনতার প্রচারে অংশ নিতে পারায় খুশি মন্টু-পুতুল দু’জনেই খুশি।