প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সপ্তাহ’ কর্মসূচি পালন করলো হাওড়া গ্রামীণ জেলা বিজেপি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে ‘সেবা সপ্তাহ’ কর্মসূচি পালন করছে বিজেপি।গত ১৪ই সেপ্টেম্বর থেকে ২০শে সেপ্টেম্বর পর্যন্ত গোটা সপ্তাহজুড়ে ‘সেবা সপ্তাহ’ পালনের ডাক দিয়েছিলো বিজেপি। সেই ডাকে সাড়া দিয়ে হাওড়া গ্রামীণ জেলার বিজেপিও ‘সেবা সপ্তাহ’ কর্মসূচি পালন করলো, একাধিক সেবামূলক কার্যক্রম ও পায়েস বিতরণের মাধ্যম দিয়ে।

হাওড়া গ্রামীণ জেলার বিজেপি নেতৃত্ব মানুষের জন্যে ‘সেবা সপ্তাহ’ কর্মসূচি পালন করতে গেলেন কখনো আমতা বিধানসভা কখনো আবার পাঁচলা বিধানসভার গাববেড়িয়া হসপিটালে আবার কখনো বাগনান, শ্যামপুর, উলুবেড়িয়া উত্তর বিধানসভার কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে। আজ পাঁচলা বিধানসভার গাববেড়িয়া হসপিটালে এই কর্মসূচি পালিত হলো।

উপস্থিত ছিলেন আইনজীবী নাজিয়া এলাহী খান, হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সভাপতি অনুপম মল্লিক, সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ।গাববেড়িয়া হসপিটালে এই কর্মসূচি পালন শেষে জেলা সভাপতি অনুপম মল্লিক জানান “শ্রী নরেন্দ্র মোদী, মাননীয় প্রধানমন্ত্রী জীর জন্মদিন উপলক্ষ্যে যে ‘সেবা সপ্তাহ’ সারা দেশ জুড়ে হচ্ছে, ভারতীয় জনতা পার্টি হাওড়া জেলা গ্রামীণও সেই কার্য কর্মের অংশ হিসাবে বিভিন্ন হাসপাতালে সেবামূলক কাজ করছে।

এছাড়া স্বচ্ছতা, পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক বর্জন, জল সংরক্ষণ এর উপরে পাড়ায় পাড়ায় প্রচার চলছে।” শুধু তাই নয়,একইসঙ্গে নরেন্দ্র মোদী সরকারের কর্মযজ্ঞে সাধারণ জনতা সন্তুষ্ট কিনা জানতে চাওয়া এবং ‘সেবা সপ্তাহ’ উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করারও লক্ষ্য নিয়েছে বিজেপি।