বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সরব আমতার কংগ্রেস নেতারা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ লকডাউনের জেরে কর্মহীন বহু মানুষ। কোনোরকমে রেশনের চালে বহু দিন আনা দিন খাওয়া পরিবারের দিন কেটেছে। সেই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে গার্হস্থ ও ব্যবসায়িক বিদ্যুতের বিল মুকুব করা, বিদ্যুতের ইউনিট পিছু দাম কমিয়ে ৪ টাকা করা এবং তিন মাস নয় প্রতি মাসেই বিদ্যুতের রিডিং নিয়ে বিল পাঠানো সহ মোট ৯ দফা দাবিতে স্মারকলিপি জমা দিল কংগ্রেস।

গ্রামীণ হাওড়ার আমতা বিধানসভা কংগ্রেস কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বিদ্যুৎ পর্ষদের কল্যাণপুর কার্যালয়ে ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। কংগ্রেস নেতা জাইদুল ইসলাম বলেন, “দীর্ঘ লকডাউনের জেরে সাধারণ মানুষ আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে। এই অবস্থায় বিদ্যুৎ বিল মুকুব করতে হবে। পাশাপাশি, ঠিক সময়ে গ্রাহকরা টাকা দিতে না পারার ফলে ডিসকানেকশন চার্জ বা লেট পেয়েন্ট চার্জ নেওয়া যাবে না। আমরা এদিন স্মারকলিপিতে এইসব দাবি করেছি।”