বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ, পুজো পরিক্রমা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : সারাবছর শান্তিশৃঙ্খলা রক্ষা সহ বহু গুরুদায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও পুলিশের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বছরভর রক্তদান শিবির, বিভিন্ন সচেতনতা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছে পুলিশ। এবার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুজো দেখাতে অভিনব উদ্যোগ নিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। একশোজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে নিয়ে বিশেষ বাসে পুজো পরিক্রমার আয়োজন করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। মহাষষ্ঠীতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পানিয়াড়ার কার্যালয় থেকে এই পুজো পরিক্রমার সূচনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন বয়সের একশো জন বিশেষভাবে সক্ষম শিশু এই পুজো পরিক্রমায় অংশ নিয়েছে। গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রান্তের বেশ কিছু পুজো তাদের দেখানো হবে। এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন থানা, ট্রাফিক গার্ড ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

.