বাইক দৌরাত্ম্য রুখতে তৎপর হাওড়া গ্রামীণ পুলিশ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ষষ্ঠী, সপ্তমীতে মানুষকে সেভাবে রাস্তায় বেরোতে না দেখা গেলেও অষ্টমীর দিন সন্ধ্যা থেকেই গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকায় মানুষের ঢল চোখে পড়েছে। বেশ কিছু মানুষকে মাস্ক ব্যবহার করতে দেখা গেলেও অনেককেই মাস্ক ও হেলমেট ছাড়াই দাপিয়ে বেড়াতে দেখা গেছে।

অবশ্য অষ্টমীর সন্ধ্যায় পুলিশকেও সক্রিয় ভূমিকায় দেখা গেছে। কখনো লাঠি উঁচিয়ে মানুষকে সচেতন করেছেন উর্দিধারীরা আবার কখনো বা বোঝাতে দেখা গেছে পুলিশকে। এদিন রাতে গ্রামীণ হাওড়ার ৬ নং জাতীয় সড়কের পাঁচলা মোড়ে পুলিশের পক্ষ থেকে বিশেষ চেকিং চালানো হয়। মাস্ক ছাড়া বাইক সওয়ারীদের যেতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

এর পাশাপাশি, বাইকে গাদাগাদি করে একাধিক সওয়ারীকে দেখলেই কড়া হাতে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশের এহেন উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তবে আর কবে সচেতন হবে সাধারণ মানুষ —তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।