ড্রোন উড়িয়ে লক ডাউনের উপর নজরদারি চালালো হাওড়া গ্রামীণ পুলিশ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ড্রোন উড়িয়ে লক ডাউনের উপর নজরদারি চালালো হাওড়া গ্রামীণ পুলিশ।

শনিবার দুপুরে ছয় নং জাতীয় সড়কের রাজাপুর থানা এলাকার খলিশানি মোড়ে ড্রোনের মাধ্যমে নজরদারি চালালো হাওড়া গ্রামীণ পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে এলাকার লকডাউন ঠিক মতো চলছে কিনা? কোথাও কোনো জমায়েত রয়েছে কিনা? তার উপর নজরদারি চালাতেই তাদের এই উদ্যোগ। আগামী দিনেও এক‌ই ভাবে এই প্রক্রিয়া চলবে।