নিজস্ব সংবাদদাতা : বাংলার পাটশিল্পের খ্যাতি বিশ্বজুড়ে। বিগত শতাব্দীতে গঙ্গার দু’পাড় বরাবর গড়ে উঠেছিল অজস্র জুট মিল। তার উপর নির্ভরশীল ছিল লক্ষ লক্ষ পরিবার। যদিও সময়ের সাথে সাথে ক্রমশ জৌলুশ হারিয়েছে বাংলার পাটশিল্প। বিভিন্ন কারণে বন্ধ হয়েছে বহু জুটমিল। ধুকতে ধুকতে কিছু জুট মিল চললেও মাঝেমধ্যেই বন্ধ হয় মিলের দরজা। দীর্ঘ প্রায় এগারো মাস ধরে বন্ধ হাওড়ার সাঁকরাইলের মানিকপুরের ডেল্টা জুটমিল। আর এর জেরেই চরম বিপাকে পড়েছেন প্রায় চার হাজার শ্রমিক ও তাদের পরিবার। হাওড়া জেলার সাঁকরাইলের গঙ্গাপাড়ের জুটমিলগুলোর মধ্যে মানিকপুর জুটমিল অন্যতম। এই জুটমিলের শ্রমিকরা জানান, একাধিকবার বিভিন্ন কারণে বন্ধ হয়েছে মিলের দরজা, তবে তা ফের খুলেছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
কিন্তু এখন টানা এগারো মাস ধরে মিলের দরজা বন্ধ। আর তার জেরেই অন্ধকারে হাজার হাজার শ্রমিক পরিবার। শ্রমিকদের সংসারে কার্যত অচল অবস্থা দেখা দিয়েছে। পেট চালাতে কাউকে দিন মজুরের কাজ করতে হয় কাউকে বা ভ্যান টানতে হয়। এভাবেই চরম বিপাকে দিন কাটাচ্ছেন হাজারো শ্রমিক পরিবার। অভিযোগ, শুধু বর্তমান শ্রমিকরাই নন, বিগত বেশ কিছুদিন যাবৎ যে সকল শ্রমিক অবসর নিয়েছেন তাদের অনেকেই পিএফ ও গ্রাচ্যুইটির টাকা এখনো পাননি। শ্রমিক ইউনিয়ন (BCMU) সম্পাদক মহম্মদ মহসীন লস্কর জানান, একাধিকবার মিল কর্তৃপক্ষ এবং প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। তবে কোনোভাবেই সুরাহা মেলেনি। তিনি আরও জানান, মিল খোলা এবং শ্রমিকদের বকেয়া টাকা মেটানোর দাবিতে একাধিক বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে তবে তাতেও কিছু লাভ হয়নি। কবে ফের খুলবে মিলের দরজা এখন সেই আশাতেই দিনগুনছেন হাজার হাজার মানুষ।