শহরের পুজোকে টেক্কা দিতে তৈরি হাওড়ার শ্যামপুর

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : হাওড়া জেলার পূজো হিসেবে বেশ কয়েকবার সেরার শিরোপা মুকুটে তুলে এবছরও থিম ভাবনায় হাওড়ার অন্যন্য পূজাগুলিকে পেছনে ফেলে এগিয়ে চলছে গ্রামীণ শ্যামপুর থানার দূর্গা পূজা। শ্যামপুর থানার প্রত্যন্ত গ্রাম বাছরি ফুটবল মাঠের এবছরের থিম ভাবনায় দিল্লীর বিড়লা লক্ষীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ ও ১০ কুইন্টাল পেতল দিয়ে তৈরি দূর্গা প্রতিমা ও পূজা প্রাঙ্গন এইচ ডি পরিবেশ। বাছরি বিশালক্ষীতলা যুব সংঘের এ বছরের ভাবনায় দিল্লীর লাল কেল্লার আদলে মণ্ডপ ও পরিবেশ বান্ধব রেশমী সুতোর সাজে প্রতিমা। এ ছাড়াও বাছরি যুব সংঘে পূজার প্রতিটি দিন বাংলার শিল্পী দের শ্রদ্ধা জানিয়ে বাজবে স্বর্ণ যুগের বাংলা গান।দেওড়া রাউতারা ব্লু স্টার যুব সংঘের এ বছরের ভাবনায় স্বপ্নের দেশে।ভগবানপুর একান্ত আপন সংঘের এ বছরের থিম ভাবনা প্রকৃতি ও মহামানবের সমম্বয়। মণ্ডপ সজ্জায় সর্বধর্মের মেল বন্ধন। কাঠের ছিলা ও খড় দিয়ে নির্মিত সুদৃশ্য প্রতিমা।দেউলি নুনেবাড় সিস্টার নিবেদিতা সংঘের থিমে থাকছে আকর্ষণীয় চমক ও ৬০০কেজির সিটি গোল্ডের প্রতিমা। হোগলাসী সার্বজনীন পুজোর এবারের চমক চন্দ্রযান ২। সব মিলিয়ে এগিয়ে শ্যামপুরের পূজা।