নিজস্ব সংবাদদাতা : বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার কুলগাছিয়া রেল ক্রসিং এলাকায়। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার কুলগাছিয়া স্টেশনের সামনে রেলক্রসিংয়ে একটি গাড়িকে আটক করে পুলিশ।
তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ২৮ কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ্য টাকা বলে জানা গেছে। পাশাপাশি, গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ধৃতদের বাম ভগবান দাস ও রাজেশ সাহা। দু’জনেই ওডিশার কটকের বাসিন্দা। ধৃতদের মঙ্গলবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে।