ভোর থেকেই বাউরিয়া ঘাটে তপর্ণের উদ্দেশ্যে হাজির কয়েক’শো মানুষ, চলছে পুলিশের কড়া নজরদারি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভোরের আলো ফোটার সাথে সাথেই গ্রামীণ হাওড়ার অন্যতম বাউরিয়া ঘাটে তপর্ণের উদ্দেশ্যে হাজির হয়েছিলেন কয়েক’শো মানুষ।

যদিও অন্যান্যবার এই সংখ্যাটা কয়েক হাজার ছাপিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এবার করোনার জেরে সংখ্যাটাও অনেকটাই কম। তবে তর্পণে অংশ নেওয়া বেশিরভাগ মানুষের মুখেই দেখা মিলেছে মাস্কের। সামাজিক দূরত্ববিধিও অনেককে মানতে দেখা গেছে।

কোনোরকম দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় বাউরিয়া ঘাটে। সকালে ঘাট ঘুরে দেখেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার। অন্যদিকে, সকাল ৮.২৬ মিনিটে বান থাকায় ঘাটে পুলিশের পক্ষ থেকে এদিন মাইকিংও করা হয়।