নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনে বাগনানের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুণাভ সেনের সাফল্য কামনা করে বাগনানের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী খালোড় কালীবাড়িতে পুজো দিলেন বাগনান বিধানসভার ৮১ ও ৮২ নং বুথের শতাধিক মহিলা।
শনিবার এই দু’টি বুথের শতাধিক মহিলা তৃণমূল কর্মী কালীবাড়িতে গিয়ে পুজো দেন ও ধূপ-বাতি জ্বালান। পুজো দিয়ে বেড়িয়েই কর্মীরা স্লোগান তোলেন, “বাংলা নিজের মেয়েকেই চায়।”
তৃণমূল নেত্রী শর্মিষ্ঠা কাবরি জানান, “বিধায়ক অরুণাভ সেন গত ১০ বছরে বাগনানকে ঢেলে সাজিয়েছেন। তাই আমরা আগামী দিনেও তাঁকেই বিধায়ক হিসাবে চাই। আর তাই তাঁর সাফল্য কামনায় এই পুজো দেওয়া।”