করোনা যোদ্ধাদের কুর্নিশ জানালেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ইদ্রিশ আলি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : সারা বিশ্ব আজ ঘোরতর সমস্যার সম্মুখীন। করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এই অন্ধকারের মাঝেও আশার আলো জোগাতে দিনরাত এক করে চিকিৎসক, নার্স, স্থাস্থ্যকর্মী, পুলিশ, প্রশাসনের কর্মীরা অপ্রতিরোধ্য লড়াই চালিয়ে যাচ্ছেন।

তাঁদের সেই অদম্য লড়াইয়ের জেরে ক্রমে সুস্থ হয়ে উঠছেন বহু মানুষ। এবার এই সমস্ত করোনা যোদ্ধাদের লড়াইকে কুর্নিশ জানাতে এগিয়ে এলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। গতকাল উলুবেড়িয়ার খলিসালী আর.জি পার্টির উদ্যোগে তিনি করোনা যোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন করেন।

এর পাশাপাশি, রক্তদান শিবির ও সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। ইদ্রিশ আলি বলেন, “এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত স্বাস্থ্যবিধি মেনে মানুষের জন্য কাজ করে চলেছেন।

তাঁর এই লড়াইকে সুসংহত করতেই এই কঠিন পরিস্থিতিতে এহেন আয়োজন।” অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশিস মৌর্য, রাজাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় সিং সহ একাধিক চিকিৎসক – পুলিশকর্মী – স্বাস্থ্যকর্মী।