নিজস্ব সংবাদদাতা : পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে উলুবেড়িয়ার লকগেট চত্বরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল সভাপতি বেনুকুমার সেন, প্রাক্তন কাউন্সিলর শাশ্বতী সাঁতরা সহ দলীয় কর্মী – সমর্থকরা। এর পাশাপাশি, বিধায়ক ইদ্রিস আলি স্থানীয় জুটমিল গুলিতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নবাগত মহকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়ের সাথে বিশেষ বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক অভয় দাস। জানা গেছে, উলুবেড়িয়া পৌরসভা জুটমিলগুলির উপর নিয়মিত নজর রাখবে। যদি প্রয়োজন হয় উলুবেড়িয়া পৌরসভার তরফে মিলগুলিকে নিয়মিত স্যানিটাইজেশন হবে। তবে সেক্ষেত্রে জুটমিল কর্তৃপক্ষ পুরসভাকে তার নির্ধারিত খরচ প্রদান করবে।