লকডাউনকে উপেক্ষা করেই ঐতিহ্যবাহী মন্দিরে চলছে নাম-সংকীর্তন! , অভিযোগ বাগনানের গ্রামে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : লকডাউনের মাঝেই মন্দিরে নাম সংকীর্তনের অভিযোগ উঠল গ্রামীণ হাওড়ার বাগনানের দেউলটির মেল্ল্যক গ্রামে। সূত্রের খবর, লকডাউনের মাঝে প্রায়শই নাম সংকীর্তনের আসর বসছে মেল্ল্যক গ্রামের মদন গোপাল জীউ মন্দির চত্বরে। অভিযোগ, সামাজিক দূরত্ব না মেনেই এই আসরে হাজির হচ্ছেন বেশ কিছু মানুষ। তাঁদের বেশিরভাগই মাস্ক ব্যবহার করছেন না।

উল্লেখ্য, পুরাতত্ত্ব দপ্তরের তালিকায় হাওড়া জেলার পুরাকীর্তির নিদর্শনগুলির মধ্যে অন্যতম ৫৫ ফুট উচ্চতাবিশিষ্ট এই মন্দির। এইরকম ঐতিহ্যবাহী মন্দিরে সরকারি নিয়ম উপেক্ষা করে কীভাবে কীর্তন সাধনা চলছে তা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও বাগনান থানার এক পুলিশ আধিকারিক জানান, “বিষয়টি সম্পর্কে জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।”