নিজস্ব সংবাদদাতা : অরন্ধন উৎসবের খাবার খেয়ে সাতজনের অসুস্থ হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আমতা-২ ব্লকের সেহাগড়ী গ্রামে। সূত্রের খবর, ভাদ্রমাসের শেষে অন্যান্য জায়গার মতো সেহাগড়ী গ্রামের রাজবংশী পাড়াতেও অরন্ধন উৎসব হচ্ছিল।
কোনো কারণে ফুড পয়েজন হয়ে যায়। অসুস্থ হয়ে পড়েন সাতজন। তাদের অমরাগড়ী বি.বি ধর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার অসুস্থদের দেখতে হাসপাতালে যান আমতার বিধায়ক সুকান্ত কুমার পাল। জানা গেছে, আপাতত অসুস্থতরা ভালো আছেন।