নিজস্ব প্রতিবেদক : মরণোত্তর চক্ষু ও দেহদান সম্পর্কে জনমানসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রীতি পদযাত্রার আয়োজন করল আমতা-২ ব্লকের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন অমরাগড়ী যুব সংঘ। রবিবার সকালে গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লকের অমরাগড়ী থেকে এই পদযাত্রার সূচনা হয়।
জানা গেছে, ঝিকিরা, পলাশপাই, নতীবপুর, খানাকুল, রামনগর সহ বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে গিয়ে প্রায় ৩৪ কিমি পথ অতিক্রম করে এই পদযাত্রা শেষ হবে প্রবাদপ্রতিম সমাজসংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মভিটা হুগলীর রাধানগরে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হাওড়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে মরণোত্তর চক্ষু ও দেহদান সম্পর্কে সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছে এই সংগঠন। প্রতিবছরই সচেতনতার প্রচার অভিযানে পদযাত্রার আয়োজন করা হয়। এবার ১৫ তম বর্ষে পদার্পণ করল এই পদযাত্রা। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার এই কর্মসূচিতে প্রায় ৪০০ জন পা মিলিয়েছেন।