নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ার হীরাপুর অঞ্চলের রাঙা মাটিতে হুগলী নদী থেকে হুইল ছিপে ধরা পড়লো বিশালাকৃতির ভেটকি মাছ। যার ওজন প্রায় ১৫ কেজি। গৌরিপুরের বাসিন্দা পেশায় কলের মিস্ত্রি নির্মল মন্ডল আজ বিকালে যখন নদীতে হুইল ছিপে মাছ ধরছিলেন, তখন ছিপে আটকায় এই বিশালাকৃতির মাছটি। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
প্রায় আধ ঘন্টার চেষ্টায় মাছটিকে ডাঙায় তোলেন তিনি। এতবড় ভেটকি খুব কম দেখা যায় এই এলাকার নদীতে। মাছ দেখতে ভীড় জমান এলাকার উৎসুক জনতা। মাছটির দাম ওঠে ৬৫০০ টাকা।