নিজস্ব সংবাদদাতা : হাওড়া জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। সদর হাওড়ার পাশাপাশি গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলেও করোনা তার থাবা বসিয়েছে। তাই আবারও হাওড়া জেলায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা একধাক্কায় ২৯ টি বাড়ানো হল। গত ৮ ই জুলাই প্রশাসনের তরফে যে কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয় তাতে মোট ৫৬ টি জোন ছিল।
কিন্তু, আজ প্রশাসনের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কন্টেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫। হাওড়া সদরের পাশাপাশি উলুবেড়িয়া, বাগনান, শ্যামপুরের বেশ কিছু অঞ্চলে নতুন করে সংক্রামিতের খোঁজ মেলায় সেই সমস্ত অঞ্চলকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, সংশ্লিষ্ট এলাকাগুলিতে আজ বিকেল ৫ টা থেকে সরকারি নিয়মানুযায়ী কঠোর লকডাউন জারি হবে। ইতিমধ্যেই বেশ কিছু অঞ্চলে মাইকিং করা হয়েছে বলে জানা গেছে।