রাজ্যে একদিনে সংক্রমিত ৪১৪, মৃত ১৫, সুস্থতার হার বেড়ে হলো প্রায় ৬০ শতাংশ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা :  রাজ্যে কোভিড-উদ্বেগ যেন ক্রমেই বাড়ছে সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবুও বুলেটিনর তথ্য অনুযায়ী সুস্থতার যে হার দেখানো হয়েছে তাতেই আশায় বুক বাঁধছেন রাজ্যবাসী। রবিবার সন্ধ্যায় প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন নতুন কোভিড রোগীর সন্ধান মিলেছে রাজ্যে। মারা গেছেন ১৫ জন রোগী ও সুস্থ হয়েছেন ৪৩২ জন। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৯৪৫ যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৫০৯৩ জন, মোট সুস্থ ৮২৯৭ জন এবং মৃত্যু বেড়ে হয়েছে ৫৫৫। এদিনের বুলেটিন বলছে রাজ্যে ডিসচার্জ রেট বেড়ে দাঁড়িয়েছে ৫৯.৪৯ শতাংশ। অন্যদিকে, হাওড়াতেও বাড়ছে উদ্বেগ। এখনো পর্যন্ত রাজ্যের দ্বিতীয় করোনা আক্রান্ত জেলা হিসাবে উঠে আসছে হাওড়ার নাম। রবিবার সন্ধ্যায় প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাওড়ায় ৪৫ জন নতুন কোভিড রোগীর সন্ধান মিলেছে। মারা গেছেন ৩ জন রোগী ও সুস্থ হয়েছেন ৮৮ জন। সব মিলিয়ে হাওড়াতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৮৫ যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৫১৭ জন, মোট সুস্থ ১৪৯৩ জন এবং মৃত্যু বেড়ে হয়েছে ৭৫।