মাধ্যমিকে গ্রামীণ হাওড়ার পড়ুয়াদের জয়জয়কার

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গতকালই মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। পর্ষদ ঘোষিত মেধা তালিকায় হাওড়ার দু’জন স্থান করেছে। উল্লেখ্য, দু’জনই গ্রামীণ হাওড়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্কুলের পড়ুয়া। এদের মধ্যে উলুবেড়িয়া-১ ব্লকের খড়িয়া ময়নাপুর উচ্চ বিদ্যালয়ের সৌহার্দ্য পাত্র ৬৮৭ নাম্বার পেয়ে রাজ্যে ষষ্ঠ ও জেলায় প্রথম স্থান করেছে। সৌহার্দ্যের পাশাপাশি উদয়নারায়ণপুরের বেনুগোপালচকের সৈয়দ মহম্মদ তামিম ৬৮৬ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম ও জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। এদের পাশাপাশি, হাওড়ার বিভিন্ন গ্রামাঞ্চলের একঝাঁক পড়ুয়া তাঁদের কৃতিত্বের নিদর্শন রেখেছে মাধ্যমিকের মার্কশিটে।

সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল বাগনান হাই স্কুলের। বাগনানের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী এই বিদ্যালয় থেকে এবার রাজ্য মেধা তালিকায় কেউ স্থান পেলেও বেশ কয়েকজন পড়ুয়া জেলায় প্রথম দশে স্থান করে নিয়েছে। সৌম্য দোলুই, সেখ আব্দুল কালাম, সুপ্রিয় কুমার বেরাদের মতো গ্রামীণ হাওড়ার পড়ুয়ারা বাগনান হাই স্কুলে কৃতিত্বের দাবি রেখেছে। বাগনানের পাশাপাশি শশাটি, শিবেরহানা, উদং,আমতার মতো প্রত্যন্ত গ্রামের পড়ুয়ারাও বেশ ভালো ফলাফল করেছে। সেই তুলনায় কিছুটা হলেও পিছিয়ে হাওড়া শহরের তথাকথিত নামীদামী স্কুলগুলো। গ্রামীণ হাওড়ার পড়ুয়াদের এহেন ফলাফলে খুশি গ্রামের বাসিন্দারাও। তবে হাওড়া সদরের স্কুলগুলোর রেজাল্ট কেন এমন হল সেই কারণ খুঁজতে ব্যস্ত ওয়াকিবহালমহল।