শ্যামপুরে দোকানের তালা ভেঙে চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার সুপারি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রাতের অন্ধকারে দোকানের তালা ভেঙে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার শ্যামপুরে। জানা গেছে, শ্যামপুরে রেজিস্ট্রি অফিসের কাছে সুপারির দোকান রয়েছে শ্রীবাস ক্যুইলার। তিনি পুরাতন লোহা কেনার পাশাপাশি সুপারির ব্যবসাও করেন। স্বভাবতই তাঁর দোকানে সুপারি মজুত থাকে। অভিযোগ, রবিবার রাতে কেউ বা কারা দোকানের পাঁচটি তালা ও দু’টি কোলাপ্সেবেল গেট ভেঙে দোকান ঢোকে। দোকানে থাকা সুপারি নিয়ে পালিয়ে যায়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

অভিযোগ, প্রায় ছ’ ক্যুইন্ট্যাল সুপারি ছিল। তা খোয়া গিয়েছে। জানা গেছে, লক্ষাধিক টাকার সুপারি চুরি গেছে। ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শ্যামপুর শহরে। ঘটনার কথা জানতে পেরেই সোমবার সকালে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। শ্যামপুর শহরে রাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন শ্যামপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী।