নিজস্ব সংবাদদাতা : রোলারের চাকায় পিষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার অযোধ্যা এলাকায়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বাগনান-শ্যামপুর রোড সংস্কারের কাজ চলছে। বুধবার বেলায় অযোধ্যার কাছে এই রাস্তার কাজ চলছিল। তখনই রাস্তা পারাপার করছিলেন এক প্রৌঢ়। রোলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, মৃতের নাম ইয়াসিন আলি খান। মৃতের বয়স ৭২। ইয়াসিন অযোধ্যারই বাসিন্দা বলে জানা গেছে। এই দুর্ঘটনার পরই গাফিলতির অভিযোগ তুলে বাগনান-শ্যামপুর রোড বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্যামপুর থানার পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।