আমতায় প্রবীণদের স্বার্থে চালু হল গ্রন্থাগার, থাকছে রকমারি বই

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : একবিংশ শতকে মুঠোফোনের রাজত্বে যখন কার্যত বন্ধ হওয়ার মুখে বহু গ্রন্থাগার তখনই বিপরীত ছবি ধরা পড়ল গ্রামীণ হাওড়ার আমতায়। প্রবীণ মানুষদের স্বার্থে গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লকের পশ্চিম খালনা আনন্দ আশ্রমে চালু হল গ্রন্থাগার। রবিবার এই লাইব্রেরিটির উদ্বোধন করেন কোলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সুখেন্দু হীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন আমতার বিধায়ক অসিত মিত্র, আমতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কিঙ্কর মন্ডল, জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস নস্কর, বিশিষ্ট সমাজসেবী কল্যাণী পালুই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জানা গেছে, আনন্দ আশ্রমে বৃদ্ধ-বৃদ্ধারা থাকেন। তাঁদের জন্যই মূলত এই লাইব্রেরি। আপাতত গ্রন্থাগারে গল্প, কবিতার বইয়ের পাশাপাশি থাকছে বিভিন্ন আধ্যাত্মিক, ধর্মীয় বই ও শারীরিক সুস্থতা বিষয়ক বই। আশ্রমের সম্পাদক মন্টু শী বলেন, “আশ্রমের আবাসিকরা দিনান্তে বিভিন্ন ধর্মীয় বই পড়তে পারবেন। এর পাশাপাশি, শারীরিক সুস্থতা বিষয়ক বইও থাকছে। যা পড়ে বয়স্করা উপকৃত হবেন।”