শ্যামপুরের গ্রামে ১২৬ বছরের প্রাচীন ভীমপুজো, উন্মাদনা তুঙ্গে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে মঙ্গলবার থেকে গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার রাধাপুর গ্রামে শুরু হয়েছে সুপ্রাচীন ভীম পুজো। জানা গেছে, এবার এই পুজো ১২৬ বছরে পদার্পণ করল।

প্রতিবছর ভৈমী একাদশী তিথিতে সাড়ম্বরে শ্যামপুরের রাধাপুরে ভীম পুজো অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ছিল ভৈমী একাদশী। ভীম পুজোকে ঘিরে স্থানীয় মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। এবারও তার অন্যথা হয়নি।