নিজস্ব সংবাদাতা : গত কয়েকদিন আগেই গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকে এক মৃত ব্যক্তির দেহে করোনা পজিটিভ আসার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল।তারপরই ওই মৃত ব্যক্তির পরিবার – আত্মীয়, হাসপাতাল কর্মী সহ মোট ৫৪ জনের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ৫৪ জনের মধ্যে একজনের দেহে করোনার সংক্রমণ মিলেছে বলে জানা গেছে। সূত্রের খবর, আক্রান্ত ওই ব্যক্তি মৃত ব্যক্তির আত্মীয়। খিলার বাসিন্দা ওই ব্যক্তির রিপোর্ট আসার পরেই আজ তাঁকে ফুলেশ্বরের সঞ্জীবনী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে। উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা বলেন, “উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর রিপোর্ট নেগেটিভ আসায় আগামীকালই বন্ধ থাকা বিভাগ খুলে দেওয়া হবে।” উল্লেখ্য, গত কয়েকদিন আগেই উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে মারা যান খিলার এক বাসিন্দা। মৃত্যুর পর তাঁর দেহে করোনা পজিটিভ আসে। পিয়ারলেস ফেরত ওই ব্যক্তির থেকে বহু মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকায় এলাকায় শুরু হয় কড়া নজরদারি। পাশাপাশি, ৫৪ জনের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। তার মধ্যেই মিলল করোনার সন্ধান। খিলা ও হরিশপুরকে কন্টেনমেন্ট জোন হিসাবে রাখা হয়েছে বলে জানা গেছে।
আবারও করোনা ‘পজিটিভ’ উদয়নারায়ণপুরে, পাঠানো হল আইসোলেশনে
Published on: