নিজস্ব সংবাদদাতা : বচসার জেরে ঋণপ্রদানকারী একটি বেসরকারি সংস্থার কর্মীর পেটে ছুরি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরের পেঁড়ো থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কর্মী সুপ্রিয় কাঁড়ারের সাথে শ্যামদুলাল অধিকারীর বচসা হয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
অভিযোগ, বচসার জেরে ওই কর্মীর পেটে ছুরি চালানোর অভিযোগ ওঠে শ্যামদুলালের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় গুরুতর আহত হয়ে সুপ্রিয় কাঁড়ার কোলকাতার পিজি হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পেঁড়ো থানার পুলিশ। শুক্রবার ধৃতকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।