উদয়নারায়ণপুরে খোঁজ মিলল করোনা আক্রান্তের, এলাকায় চাঞ্চল্য, সিল করা হল একাধিক এলাকা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা: আজ শ্যামপুরের পর আবারও করোনা পজিটিভের সন্ধান মিলল গ্রামীণ হাওড়ায়। সূত্রের খবর, কিছুদিন আগে কোমরে সার্জারির জন্য উদয়নারায়ণপুর থানার খিলার এক বাসিন্দা কোলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন। করোনার কারণে পিয়ারলেস হাসপাতাল বন্ধ হওয়ায় তাঁকে পরিবারের লোকজন উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।গতকাল রাতেই উদয়নারায়ণপুর হাসপাতালে ওই প্রৌঢ় মারা যান। গত দু’একদিন আগেই করোনা টেস্টের জন্য ওই ব্যক্তির দেহের নমুনা পাঠানো হয়েছিল। সেখানে ওই ব্যক্তির দেহে করোনার উপস্থিতি মিলেছে।

প্রশাসন সূত্রে খবর, করোনা পজিটিভ আসার পরই খিলা ও হরিশপুরকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে বিভিন্ন এলাকাকে ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। মৃত ওই ব্যক্তির পরিবার সহ মোট ১৯ জনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ওই ব্যক্তি বেশ কয়েকদিন ভর্তি থাকায় সংশ্লিষ্ট হাসপাতালকে বন্ধ করা হবে কিনা সেই নিয়ে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক চলছে।বৈঠকে স্থানীয় বিধায়ক সমীর পাঁজা ছাড়াও আছেন উদয়নারায়ণপুর ব্লক ও থানার আধিকারিকরা। জানা গেছে, আজই শিবপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।