নিজস্ব প্রতিবেদক : চোখে কালো ফ্রেমের চশমা। বয়স একশো ছুঁইছুঁই। বয়সের ভারে ঠিকমতো হাঁটাচলাও করতে পারেননা। প্রতিবেশীদের থেকে শুনেছিলেন মঙ্গলবার পাড়ায় ভোট প্রচারে আসছেন ‘ঘরের ছেলে’ সমীর কুমার পাঁজা।
তাই মঙ্গলবার সকাল থেকেই নিজের বাড়ির সামনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন উদয়নারায়ণপুর বিধানসভার খিলা অঞ্চলের দক্ষিণ পালিয়াড়া গ্রামের বাসিন্দা ‘শতায়ু’ মেনকা প্রামাণিক।
মঙ্গলবার দক্ষিণ পালিয়াড়া গ্রামে সমীর কুমার পাঁজা ভোট প্রচারে এলে তাঁকে মালা পড়িয়ে বরণ করে নেন একশো বছরের বৃদ্ধা মেনকা প্রামাণিক। সাথে সাথে আবেগতাড়িত হয়ে পড়েন উদয়নারায়ণপুরের বিদায়ী বিধায়ক।
মাতৃসমা মেনকা দেবীকে নিজের কোলে তুলে নিয়ে তাঁর কাছে আশীর্বাদ চান উদয়নারায়ণপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর কুমার পাঁজা। পাশাপাশি, এদিন ভোটের প্রচারে বেড়িয়ে উত্তর পালিয়াড়া গ্রামের জানা পাড়ায় চাষীদের সাথে আলু খুলতেও দেখা যায় সমীর বাবুকে।