কন্যারূপেণ সংস্থিতা! উলুবেড়িয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন কন্যাকে কুমারী রূপে পুজো

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কুমারী নারী জাতির প্রতীক। তাই কুমারীকে দেবী রূপে আরাধনা করা হয়। সচরাচর ব্রাহ্মণ কন্যাদেরই কুমারীরূপে পুজো করা হয়। সেই চিরাচরিত গন্ডির বাইরে বেরিয়ে এবার শারীরিকভাবে বিশেষ সক্ষম অব্রাহ্মণ কন্যাকে কুমারী রূপে পুজো করল উলুবেড়িয়ার অন্যতম বড়ো পুজো নোনা অ্যাথলেটিক্স ক্লাব। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

উল্লেখ্য, নোনা অ্যাথলেটিক্স ক্লাবের দুর্গোৎসব মহিলা দ্বারা পরিচালিত। সেই পুজোতেই এবার অব্রাহ্মণ ও শারীরিকভাবে বিশেষ সক্ষম কন্যাকে কুমারী রূপে পুজো করা হল। নবমীর সকাল থেকেই মন্ডপে শুরু হয় কুমারী পুজো। কোভিড বিধি মেনে কুমারী পুজোয় সামিল হোন ক্লাবের সদস্যরা।

পুজো কমিটির সম্পদিকা কুহেলী ঘোষ জানান, গত দু’বছর আগে থেকেই আমরা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। এই সমাজে কেউ অবহেলিত নয় সেই বার্তা দিতেই আমাদের এই উদ্যোগ। এবার কোভিড বিধি মেনে সমস্ত আয়োজন করা হয়েছে।