উলুবেড়িয়ার গ্রামে চোলাই ঠেকে হানা, নষ্ট করা হল বিপুল পরিমাণ চোলাই

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ার গ্রামে চোলাই ঠেকে হানা দিয়ে বিপুল পরিমাণ চোলাই নষ্ট করে দিল আবগারি দপ্তর। জানা গেছে, বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া আবগারি দপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালায় উলুবেড়িয়ার শাখাভাঙা গ্রামের হুগলী নদী সংলগ্ন পাঁচটি চোলাই তৈরির ঠেকে। বিস্তারিত আরও পড়ুন নীচে…

চোলাই ঠেকগুলিতে হানা দিয়ে নষ্ট করে দেওয়া হয় কয়েকশো লিটার মোলাসেস ও চোলাই তৈরির বিভিন্ন সরঞ্জাম। পুলিশ ও আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, নদীর ধারে এই চোলাই তৈরীর ঠেক চলছিল। অভিযোগ, নৌকা করে বিভিন্ন জায়গায় পাচার করা হতো চোলাই। গোপন সুত্রে খবর পেয়ে আবগারি দফতর ও পুলিশ সেখানে অভিযান চালায়। যদিও এদিন কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানা গেছে।