উদয়নারায়ণপুরে রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলার উদ্বোধন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে রায়বাঘিনী রানী ভবশঙ্করীর স্মৃতি বিজড়িত উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরকে ঢেলে সাজিয়ে তোলা হচ্ছে। সেখানেই সোমবার নবম রাঘবাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলার সূচনা করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এদিন মেলার সূচনার পাশাপাশি বিশেষ স্মরণিকারও উদ্বোধন করা হয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা, আমতার বিধায়ক সুকান্ত কুমার পাল, বিধায়ক নির্মল মাজি, বিদেশ বসু, লাভলি মৈত্র, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য, এই পর্যটনকেন্দ্রকে সাজিয়ে তুলতে ইতিমধ্যে প্রবেশদ্বার, ওয়াচ টাওয়ার নির্মাণের পাশাপাশি পুকুর সংস্কার করে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি ছ’শো আসন বিশিষ্ট প্রেক্ষাগৃহ নির্মাণের কাজ চলছে।