নিজস্ব সংবাদদাতা : কচিকাচাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে এবার শিশু উদ্যান গড়ে উঠল উলুবেড়িয়া শহরের বুকে। জানা গেছে, উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে নোনা সুন্দরম ক্লাবের সহযোগিতায় ২৭ নং ওয়ার্ডে স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত এই শিশু উদ্যানটি গড়ে উঠেছে।
সুশোভিত এই পার্কে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির পাশাপাশি রয়েছে শিশুদের বিভিন্ন ক্রীড়া সামগ্রী। সোমবার শিশু উদ্যানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়।
এছাড়াও, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ইদ্রিস আলি, উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস সহ অন্যান্যরা।