নিজস্ব সংবাদদাতা : বেশ কয়েকবছর ধরে রামকৃষ্ণ ভাবধারাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও জীবসেবার উদ্দেশ্যে উদয়নারায়ণপুরের খিলা গ্রামে কাজ চালিয়ে যাচ্ছে খিলা শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম। শুক্রবার শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে নবনির্মিত মন্দিরের দ্বারোদঘাটন অনুষ্ঠিত হল। নবনির্মিত মন্দিরের দ্বারোদঘাটন করেন কাসুন্দিয়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামজ সর্ববিদানন্দ মহারাজ। শুক্রবার সকালে নবনির্মিত মন্দিরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি স্থাপন করা হয়। ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈদিক মন্ত্রোচ্চারণ, বিশেষ আলোচনা সভার মতো বিভিন্ন কর্মসূচি। দিনভর নানা ভক্তিমূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আঁটপুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী বশিষ্ঠানন্দ মহারাজ, শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ, অধ্যাপক অরিজিৎ সরকার, স্বপন মুখার্জী সহ অন্যান্যরা। আশ্রমের সভাপতি অরিন্দম সামন্ত জানান, স্বামীজীর আদর্শে নতুন ভারত গড়াই আমাদের লক্ষ্য। সেই উদ্দেশ্যেই সকলের সহযোগিতায় আমাদের এই মন্দির গড়ে তোলা হল। নবনির্মিত মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষ্যে এদিন খিলা রামকৃষ্ণ আশ্রমে দিনভর প্রচুর ভক্ত ভিড় জমিয়েছিলেন।
উদয়নারায়ণপুরের শ্রীরামকৃষ্ণ আশ্রমে নবনির্মিত মন্দিরের দ্বারোদঘাটন, ভক্তদের ভিড়
Published on: