নিজস্ব সংবাদদাতা : একটা সময়ে বাংলায় স্কুল ফুটবলকে ঘিরে উত্তেজনার পারদ চড়ত। যদিও সময়ের সাথে সাথে তা আজ অনেকটাই ফিকে হয়েছে। আমতা-১ ব্লকের পানপুর শশিভূষণ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত গল আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। উদ্যোক্তারা জানান, ১৭ ই জানুয়ারী থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে আটটি স্কুল অংশ নিয়েছিল। মঙ্গলবার ছিল ফাইনাল খেলা। চূড়ান্ত পর্বের খেলায় শিবেরহানা উচ্চ বিদ্যালয় আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে। টানটান উত্তেজনার এই ম্যাচে শিবেরহানা উচ্চ বিদ্যালয়ের হয়ে গোল করে প্রলয় বর। চূড়ান্ত পর্বের খেলায় উপস্থিত ছিলেন আমতা থানার ওসি অজয় সিং, অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর কোলে, অনিকের মুখার্জী সহ অন্যান্যরা।
আমতায় আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার আসর, টানটান উত্তেজনা
Published on: