আমতায় আন্তর্জাতিক সমবায় দিবস পালন, আলোচনা সভা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কৃষিপ্রধান দেশ ভারত। কৃষি কিংবা গ্রামীণ অর্থনীতিতে সমবায়ের গুরুত্ব অপরিসীম। গ্রামীণ অর্থনীতি কিংবা কৃষির অগ্রগতিতে ঋণ প্রদানের বিষয়ে দেশের রাষ্ট্রায়ত্ত  ব্যাঙ্কগুলির পরিষেবা নিয়ে যে অভাব-অভিযোগের কথা শোনা যায় তা অনেকখানিই পূরণ করে থাকে সমবায় ব্যাঙ্কগুলি। সমবায় শুধু একটি শব্দ নয়, বিভিন্ন জনগোষ্ঠীকে আবদ্ধ করার অন্যতম মাধ্যমও। ‘সমবায় একটি উন্নত বিশ্ব গড়ে তোলে’ — এই বার্তা নিয়েই শনিবার গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লকের বেতাইয়ে হাওড়া জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক সমবায় দিবস। পতাকা উত্তোলন, নীরবতা পালনের পাশাপাশি সমবায়ের উপর একটি আলোচনা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

গ্রামীণ অর্থনীতিতে সমবায়ের গুরুত্ব, সমবায়ের মাধ্যমে অর্থনীতির বিকাশ, সমবায়ের অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে এদিন আলোচনা করা হয়। উদ্যোক্তারা জানান, আন্তর্জাতিক সমবায় মৈত্রী সংঘের উদ্যোগে ১৯২৩ সাল থেকে ২ রা জুলাই দিনটিকে আন্তর্জাতিক সমবায় দিবস হিসাবে পালন করা হয়। প্রতিবছরই এই দিনটিকে সাদরে পালন করে হাওড়া জেলা সমবায় ইউনিয়ন। এবার তার কেন্দ্রীয় অনুষ্ঠান বেতাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের কার্যালয়ে অনুষ্ঠিত হল। জেলার বিভিন্ন ব্লক থেকে বহু সমবায় কর্মী এদিন এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সমবায় ইউনিয়নের শিক্ষা নির্দেশক কৌশিক তালুকদার, হাওড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের ফিল্ড অফিসার কৃষ্ণেন্দু সাঁতরা সহ অন্যান্যরা।