উলুবেড়িয়ায় নদীপাড়ে ভাঙন, বিধায়কের তৎপরতায় দ্রুত মেরামতির কাজে সেচ দপ্তর

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বর্ষার শুরুতেই বন্যার ভ্রুকুটি গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকায়। দু-একদিন আগেই আমতা-২ ব্লকের চিৎনানে নদীপাড়ে ভাঙন দেখা দেয়।

পাশাপাশি, উলুবেড়িয়া পৌরসভার ১১ নং ওয়ার্ডের গৌরগঙ্গা খালের মুখে হুগলী নদীর পাড় বরাব প্রায় ৬০০ মিটার অংশ জুড়ে ভাঙন দেখা দেয়। তারপরই সোমবার উলুবেড়িয়ার এই সংশ্লিষ্ট অঞ্চলের নদীবাঁধ পরিদর্শন করলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি।

সূত্রের খবর, ঘটনাস্থলে দাঁড়িয়েই বিধায়ক রাজ্যের সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বিষয়টি নিয়ে ফোনে কথা বলেন। তারপরই নড়েচড়ে বসে সেচ দপ্তর। দ্রুত বাঁধ মেরামতির ব্যবস্থা করা হয়। জানা গেছে, ইদ্রিশ আলি বাউরিয়া, চেঙ্গাইল, উলুবেড়িয়া জেটি ঘাট, সতমুখী শ্মশান সংলগ্ন নদীবাঁধে নজরদারির জন্য সেচ দপ্তরকে জানান।