নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগে বাগনানে ১৬ নং জাতীয় সড়কে ঝাড়খন্ডের জনপ্রিয় অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ঈশা আলিয়াকে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় পুলিশ রিয়ার স্বামী প্রকাশ কুমার ও দেওড় সন্দীপ কুমারকে গ্রেফতার করেছিল। বৃহস্পতিবার প্রকাশ ও সন্দীপকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে দু’জনকে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বিগত দিনের মতো এদিনও নিজের বক্তব্যে অনড় মৃতার স্বামী প্রকাশ কুমার। এদিন কোর্টে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রকাশ জানান, স্ত্রী রিয়াকে সে ভালোবাসত। তাই এধরণের ঘটনা সে কেন ঘটাবে? প্রকাশের আরও প্রশ্ন,”যদি সেরকমই কিছু উদ্দেশ্য থাকত তাহলে ঝাড়খন্ড থেকে এতো দূরে এসে এসব করতাম?” অন্যদিকে এই ঘটনার তদন্ত প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিযুক্তের আইনজীবী। অভিযুক্তের আইনজীবী শেখ হাসান এদিন জানান,”পুলিশ সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া করছেনা।”
বাগনানে ঈশা আলিয়া খুনে মৃতার স্বামী ও দেওড়ের জেল হেফাজত
Published on: