বাসন্তী শাড়িতে বসন্তকে স্বাগত জানালেন ঝিখিরার মানুষ

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : বসন্ত মানেই পলাশ আর কৃষ্ণচূড়ার ফুলের মালা আর আবিরের রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া।বসন্ত মানে বাসন্তী শাড়িতে ভেদাভেদ ভুলে আনন্দের রঙে সেজে ওঠা।

ফাল্গুনের এই ভরা যৌবনে সবার রঙে রঙ মেশাতে আমতা-২ ব্লকের ঝিখিরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৫৭ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসন্ত উৎসবের আয়োজন করেছিল ঝিখিরা নিউচন্ডী ক্লাব।

দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও যাত্রাপালার পাশাপাশি ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা।রবিবাসরীয় সকালে আবিরের ডালি নিয়ে পা মিলিয়েছিল বছর পাঁচেকের খুদে থেকে ষাটোর্ধ্ব প্রৌঢ়া।

প্রায় ছ’শো মানুষের উপস্থিতিতে প্রাঞ্জল হয়ে ওঠে বসন্তের এই সকাল।শোভাযাত্রায় নৃত্য প্রদর্শন করেন স্থানীয় নৃত্যশিল্পীরা।অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শিক্ষক নভেন্দু অধিকারী বলেন,”ঋতুরাজ বসন্তকে সাদরে স্বাগত জানাতে ও তার উপস্থিতিকে প্রাণমুখর করে তুলতেই এই উদ্যোগ।”