ক্রীড়াভারতী হাওড়া জেলার উদ‍্যোগে অনুষ্ঠিত হল কাবাডী কোচ ও টেকনিক্যাল খেলার প্রশিক্ষণ শিবির

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : সুস্থ শরীর , সুস্থ সমাজ , সুস্থ দেশ এই লক্ষ‍্যে যুবসমাজকে মাঠমুখি করতে ক্রীড়াভারতী- দক্ষিণ বঙ্গ , হাওড়া জেলা শাখার উদ‍্যোগে কাবাডী কোচ ও টেকনিক্যাল খেলা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল আমতা বালিকা বিদ‍্যালয়ে । সত্তর জন শিক্ষক প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে । উল্লেখযোগ্য ভাবে ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো ।

প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় স্তরের কাবাডি কোচ পিন্টু ভবানী , অমিত সরকার , সর্বোপরি অর্জুন পুরস্কার বিজয়ী , কাবাডী জাতীয় কোচ মাননীয় বিশ্বজিৎ পালিত মহাশয় । হাওড়া জেলার ক্রীড়াভারতী সম্পাদক শুভেন্দু সরকার বলেন ভারতীয় খেলা বিশেষ করে কাবাডী, খো খো, ক‍্যারাটে , এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলাগুললোকে সর্বোস্তরে পৌঁছে দিতেই ক্রীড়াভারতী এই উদ‍্যোগ