নিজস্ব সংবাদদাতা : প্রচন্ড গরমের হাত থেকে মানুষ কে একটু স্বস্তি দিতে উদ্যোগ গ্রহণ করলো কালিনগর অঞ্চল যুব তৃনমূল কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে উলুবেড়িয়া শ্যামপুর রাস্তার কালিনগর আরডি মোড়ে পথচলতি মানুষ ও গাড়িচালক দের হাতে তুলে দেওয়া হল বাতাসা ও গ্লুকোজ জল। স্বাভাবিক ভাবেই প্রচন্ড গরমে রাস্তার মাঝে পানীয় গ্লুকোজের জল ও বাতাসা পেয়ে খুশি পথচলতি মানুষ। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
কালিনগর অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে প্রচন্ড গরমে পথচলতি মানুষ কে একটু স্বস্তি দিতে তাদের এই উদ্যোগ। উপস্থিত ছিলেন কালিনগর তৃনমূল যুব সভাপতি সেলিম মোল্লা কালিনগর অঞ্চল প্রধান উত্তম মন্ডল উপপ্রধান শেখ মেহের পঞ্চায়েত সদস্য সেখ আজিজুল ও মহিদুল ইসলাম