আমতার গ্রামে দিব্যেন্দু, আমিররা বানিয়ে ফেলেছে কেদারনাথ মন্দির, নজর কাড়ছে দর্শনার্থীদের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দিব্যেন্দু, আমির, পাপাইরা কখনো দেবভূমি উত্তরাখন্ডে পা রাখেনি। কিন্তু খবরের শিরোনামে বারেবারে উঠে আসতে দেখেছে দেবভূমি উত্তরাখন্ডকে কিমবা কেদারনাথকে। এবার কালীপুজোয় নিজেরাই বানিয়ে ফেলল কেদারনাথ। হ্যাঁ, শুনতে একটু অবাক হলেও নিজেরাই আমতার উদং গ্রামে কেদারনাথের আদলে মন্ডপ বানিয়ে ফেলেছে সুমিত, অমিতদের মতো আমতার উদং দামোদর পল্লী উন্নয়নের সদস্যরা। দীর্ঘ কয়েকবছর ধরে দামোদর বাঁধ সংলগ্ন এলাকায় কালীপুজো করে আসছে এই সংগঠন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

সেভাবে থিম না করলেও প্রতিবছরই তাদের মন্ডপে থাকে বিভিন্ন শিল্পকর্ম। এবার একদম আস্ত কেদারনাথ মন্দিরের আদলে মন্ডপ বানিয়ে ফেলেছেন সংগঠনের সদস্যরা। মূলত বাঁশ, কাপড়, থার্মোকল ও বাঁশ দিয়েই দিব্যন্দু মেউরের তত্ত্বাবধানে মন্ডপটি গড়ে তুলেছেন আমির, সুমিতরা। সংগঠনের সদস্য মানস পাল জানান, এবার আমাদের বাজেট প্রায় চল্লিশ হাজার। আমাদের এবারের ভাবনা কেদারনাথ মন্দির ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছে।