উল্টোরথে উলুবেড়িয়ায় খুঁটিপুজো, বাজল দূর্গাপূজার ঘন্টা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রথযাত্রা মানেই বাঙালির প্রাণের পুজোর কাউন্টডাউন শুরু। রথযাত্রাতে খুঁটিপুজোর চল দীর্ঘদিনের। সেই প্রথা মেনেই উল্টো রথের দিন উলুবেড়িয়ার নোনা অ্যাথলেটিক্স ক্লাবে খুঁটি পুজো অনুষ্ঠিত হল। উলুবেড়িয়া শহরের পুজো গুলোর মধ্যে অন্যতম নোনা অ্যাথলেটিক্স ক্লাবের দুর্গোৎসব। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

মহিলা পরিচালিত এই পুজো কমিটি প্রতিবছর বিভিন্ন চিত্তাকর্ষক থিমের মাধ্যমে অভিনব ভাবনার প্রতিফলন ঘটায়। আর তা দেখতে দর্শনার্থীদের ঢল নামে। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার এই পুজো অষ্টম বর্ষে পদার্পণ করল।

শনিবার নোনা অ্যাথলেটিক্স ক্লাবের দুর্গোৎসবের খুঁটিপুজোর সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। মন্ত্রী পুলক রায়ের পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, উলুবেড়িয়া মহিলা থানার ওসি পিঙ্কি চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী গৌতম বোস, পবিত্র স্যানাল, কুহেলি ঘোষ সহ অন্যান্যরা।

এই পুজোর অন্যতম আয়োজক কুহেলি ঘোষ বলেন, অষ্টম বর্ষে এবার এক অভিনব ভাবনা নিয়ে আমরা আসছি। তিনি জানান, খুব শীঘ্রই মন্ডপ তৈরির কাজ শুরু হবে। খুঁটিপুজো উপলক্ষ্যে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় উলুবেড়িয়ার আনন্দভবন স্কুলের ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের ৪০ জন পড়ুয়া। এদিন ওই পড়ুয়াদের হাতে পুজো কমিটির তরফে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।