নিজস্ব সংবাদদাতা : হাওড়া জেলা কিষাণ ক্ষেতমজদুর কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল বাগনানের একটি মেগামার্টে। রবিবার দুপুরে এই কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক অরুণাভ সেন, বিধায়ক নির্মল মাজি, তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু সহ অন্যান্যরা।
এদিনের কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কৃষক ও ক্ষেতমজুতদের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নের কথা তুলে ধরেন বক্তারা। অতিথিদের গামছা পরিয়ে গাছ তুলে দিয়ে বরণ করেন বাগনান কেন্দ্র কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রনাথ বসু।