দীপাবলিতে বাজি বিক্রি ও পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করল কোলকাতা হাইকোর্ট

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গত বছরের মতো এবারও যে কোনও ধরনের বাজি বিক্রি ও পোড়ানোর উপর স্থগিতাদেশ জারি করল কোলকাতা হাইকোর্ট। এবার কোনো ধরনের বাজি পোড়ানো যাবে না। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট জানিয়েছেন, বেঁচে থাকার মৌলিক অধিকার রয়েছে। বৃহত্তর স্বার্থের কথা ভেবে ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করতে হয়। পরিবেশবান্ধব বাজি চিহ্নিত করার কোনও উপায় পুলিশের কাছে নেই। পুলিশের পক্ষে বাজি চিহ্নিত করা সম্ভব নয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

পক্ষান্তরে, করোনা প্রতিদিন বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে বাজির ব্যবহারে যাদের শ্বাসযন্ত্রের সমস্যা আছে তাদের আরও বেশি সমস্যা হতে পারে। সেইসমস্ত দিক ভেবেই আসন্ন কালীপুজা, দীপাবলি, ছটপুজো জগদ্ধাত্রী পুজো এমনকি বড়দিনেও বাজি নিষিদ্ধ করল হাইকোর্ট। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (West Bengal Pollution Control Board) এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, রাত আটটা থেকে রাত দশটা অব্ধি মাত্র দু’ঘণ্টর জন্য শুধুমাত্র পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে।

সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা হয়। আজ শুক্রবার সেই মামলার রায় ঘোষণা করে হাইকোর্ট। হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনওরকম বাজি বিক্রি ও পোড়ানো যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছরও করোনার জেরে বাজি ফাটানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এবারও একই নির্দেশ দিল মহামান্য হাইকোর্ট।