নিজস্ব সংবাদদাতা : আমতা কল্পতরু উৎসব কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে ৫০ তম কল্পতরু উৎসব। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অর্থাৎ বুধবার কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল আমতা মেলাই চন্ডী মন্দির প্রাঙ্গণে।
৩১ শে ডিসেম্বর প্রভাত ফেরীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছিল। ১ লা জানুয়ারি সকাল থেকেই সকলের মঙ্গল কামনায় ভক্তিমূলক গানের পাশাপাশি ভোগ বিতরণ ও বস্ত্র বিতরণ করা হয়।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাওড়া জেলা ছাড়াও বিভিন্ন জেলার মানুষ এই ঐতিহ্যবাহী কল্পতরু উৎসবে যোগদান করেছিলেন।