অর্থাভাবে বাবার বন্ধ হয়েছিল খেলা, ক্যারাটেতে সোনা জিতে বাবার স্বপ্নপূরণ করলেন হাওড়ার কুশল

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : হাওড়ার ডোমজুড় কলোড়ার বাসিন্দা প্রদীপ ঘোষ ছোটো থেকেই ক্যারাটে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেন। নিরলস পরিশ্রম ও প্রতিভা থাকা সত্ত্বেও আর্থিক অনটনের জেরে ব্ল্যাকবেল্টের দোড়গোড়ায় এসেও প্রদীপের খেলা চিরতরে বন্ধ হয়ে যায়। স্বপ্ন অধরাই থেকে যায়। সংসার চালাতে খেলা ছেড়ে অন্যের দোকানে কাজে নামতে হয়। প্রদীপের অধরা স্বপ্ন এবার পূরণ করলেন তার ছেলে। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ওকিনাওয়া গুজু রই ইপ: সিটি ক্যারাটে ওপেন চ্যাম্পিয়নসিপে জাপানি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অনূর্ধ্ব ৮৪ বিভাগে স্বর্ণপদক জিতলেন প্রদীপ ঘোষের একমাত্র সন্তান কুশল ঘোষ। কুশলের লড়াইয়ের পথটাও খুব একটা সহজ ছিলনা। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

প্রদীপ দোকানে কাজ করে যা আয় করে তা দিয়েই কোনোরকমে সংসার চলে। মালয়েশিয়ায় গিয়ে কুশলের স্বপ্নপূরণে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল বিপুল অর্থ। তবে হাল ছাড়েননি প্রদীপ ও কুশল। আত্মীয়স্বজনের সহযোগিতা ও ঋণ নিয়ে জোগাড় করেন লক্ষাধিক টাকা। তা দিয়েই মালয়েশিয়া পাড়ি দেয় কুশল। কুশলের চোখজুড়ে বড়ো ক্রীড়াবিদ হওয়ার স্বপ্ন। তার কথায়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার এখন লক্ষ্য। পাশাপাশি, মহিলাদের আত্মরক্ষার জন্য বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণশালা গড়ে তোলার ইচ্ছেও প্রকাশ করেছেন কুশল। তিনি জানান, প্রতিদিন ২-৩ ঘন্টা অনুশীলন চলে। তবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যোগ দিতে নিজেকে আরও তৈরি করতে অনুশীলন প্রয়োজন বলে তিনি জানান।