নিজস্ব সংবাদদাতা : রাস্তার পাশে স্তূপীকৃত লক্ষাধিক টাকার হোগলায় আগুন লেগে ভস্মীভূত হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া থানার ললিতাগোড়ী মোড়ে।
সূত্রের খবর, ললিতাগোড়ী মোড়ে একটি জায়গায় প্রায় দেড় হাজার বান্ডিল হোগলা রাখা ছিল। বুধবার বিকালে আচমকাই সেখানে আগুন লেগে যায়। দাহ্য পদার্থ হওয়ায় সহজেই আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ঠিক কী কারণে আগুন লাগল তা জানা যায়নি।