নিজস্ব সংবাদদাতা : গতকালই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্যে পরিযায়ী শ্রমিকদের আসার সাথে সাথে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকালই এরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে ৩১৭ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৭ জন। অর্থাৎ, এরাজ্যে এখনো অব্ধি মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,১৩০। অন্যদিকে, হাওড়া জেলাতেও বৃদ্ধির হার অব্যাহত। নতুন করে ৪২ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। রাজ্যে এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৯৭০ জন।
রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়াল, হাওড়াতে নতুন করে আক্রান্ত ৪২
Published on: