নিজস্ব সংবাদদাতা : গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে সাগরে লঞ্চ চলে যাওয়ায় ১১ ই জানুয়ারী থেকে ১৮ ই জানুয়ারী অব্ধি গাদিয়াড়া-গেঁওখালি ও গাদিয়াটা-নুরপূর রুটে মাত্র একটি লঞ্চ চলাচল করবে বলে জানা গেছে।
দু’টি রুটে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করবেন। লঞ্চ কমিয়ে দেওয়ায় পরিষেবা বেশ কিছুটা ব্যাহত বলে আশঙ্কা করছেন যাত্রীরা। গাদিয়াড়া
লঞ্চ ঘাটের আধিকারিক উত্তম রায়চৌধুরী জানান, গাদিয়াড়া থেকে মোট তিনটি লঞ্চ চলাচল করে। কিন্তু গঙ্গাসাগরের মেলার জন্য লঞ্চ তুলে নেওয়ায় এই ক’দিন একটি লঞ্চ চলাচল করবে।” সকাল সাতটা থেকে রাত আটটা অব্ধি ফেরি চলাচল করবে বলে উত্তম বাবু জানান।